জরুরী নোটিশঃ
1ওয়েব পেজ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট {HTML, CSS, PHP, MYSQL, JAVASCRIPT, WORDPRESS, SEO ETC AND MORE} ১.কম্পিউটার অফিস প্রোগ্রাম (৩/৬মাস), ২.ডাটাবেস প্রোগ্রামিং(৩/৬মাস), ৩.গ্রাফিক্স ডিজাইন(৩/৬মাস), ৪.হার্ডওয়্যার ইঞ্জিঃ(৩/৬মাস), ৫.অটোক্যাড (৩/৬মাস), ৬. সেক্রেটারিয়েল সায়েন্স(শর্টহ্যান্ড) (৩/৬মাস), ৭. ইলেকট্রিক্যাল, ৮. ইলেকট্রনিক্স ৯.মেকানিক্যাল, ১০. ফ্রিজ এন্ড এসি, ১১,মোবাইল সার্ভিসিং, ১২, সার্ভেয়ার(ভূমি জরিপ)১৩, সেলাই কাটিং, ১৪ কারচুপি, ১৫. পোল্ট্রি ১৬ ডেইরি, ১৭. মৎস ১৮. মাশরুম ১৯. স্পোকেন ইংলিশ ইত্যাদি। ১.কম্পিউটার অফিস এপ্লিকেশন (৩/৬মাস), ২.ডাটাবেসপ্রোগ্রামিং(৩/৬মাস), ৩.গ্রাফিক্স ডিজাইন+আউটসোসিং (৩/৬মাস), ৪.হার্ডওয়্যার ইঞ্জিঃ(৩/৬মাস), ৫.অটোক্যাড (৩/৬মাস), ৬.সেক্রেটারিয়েল সায়েন্স(শর্টহ্যান্ড) (৩/৬মাস),শিক্ষক নিবন্ধনের জন্য 1 বছর মেয়াদী কম্পিউটার কোর্স
মানবাধিকার সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত ২০২১

সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থা কর্তৃক আয়োজিত ঈদ পূণর্মিলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এস আই এল একাডেমিক ভবনে।

উক্ত অনুষ্ঠানে সকল সদস্যের উপস্থিতিতে অনেকেই বক্তব্য রাখেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সকলেই সংস্থার কার্যক্রম এগিয়ে নিতে সম্মিলিত ভাবে বক্তব্য রাখেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উক্ত সংস্থার চেয়ারম্যান মোঃ জে এইচ রানা বলেন মানবাধিকার কাজ করতে হলে একটি সুন্দর মন মানসিকতার প্রয়োজন এবং একজনের দুঃখে অন্যজন দুঃখিত হতে হবে। সারা দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তাই মানবাধিকার রক্ষায় আমাদের সোচ্চার হতে হবে। আমাদের উচিত যখন সারা পৃথিবী করোনাকালীন স্তম্বিত তাই পরিবার বর্গ সহ প্রতিবেশী প্রত্যেকের সাথে যোগাযোগ স্থাপন করা।

আরো বক্তব্য রাখেন সংস্থার পরিচালক ইমতিয়াজ নাহিদ।

সঞ্চালনা করেন উক্ত সংস্থার সেক্রেটারি জেনারেল ইঞ্জিঃ মোঃ অনিকুল ইসলাম।।